সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একদল সমর্থক বাসে করে ফেরারর পথে হাজারিবাগের এক মসজিদের কাছে 'আপত্তিকর' মন্তব্য করে। তারপরই পরিস্থিতি ঘোরাল হয়। স্থানীয়রা ক্ষেপে ওঠে। ভিএইচপি সমর্থক বোঝাই বাসে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে।
রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ হাজারিবাগের কটকামসান্দি এলাকায় পেলাওয়াল মসজিদের পাশে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে, একটি এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং উভয় সম্প্রদায়ের সদস্যদের গ্রেফতার করা হবে।
হাজারিবাগের এসপি মনোজ রতন চোথে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে, 'বাসের যাত্রীরা রাঁচিতে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু পরিষদের শৌর্য যাত্রা থেকে ফিরছিলেন। মনে হচ্ছে তারা ভিএইচপি এবং অন্যান্য সংগঠনের কর্মী। রোববার রাত সাড়ে ৮টার দিকে তারা মসজিদের সামনে পৌঁছালে বাস থামিয়ে আপত্তিকর স্লোগান দিতে থাকেন। তা দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসের দিকে পাথর ছুড়তে থাকে। এতেই তিনজন আহত হয়েছে।' এই পুলিশ কর্তার দাবি, পুলিশের একটি দল ওই মসজিদের আশেপাশেই টহল দিচ্ছিল এবং খবর পেয়েই তারা অবস্থা সামাল দেয়।
এসপি মনোজ রতন চোথে বলেছেন, 'পাথর নিক্ষেপ বিনা প্ররোচনায় ছিল না। যাইহোক, কোন পক্ষের পদক্ষেপই ন্যায়সঙ্গত হতে পারে না। আমরা এই আইনবিরুদ্ধে কাজে জড়িতদের সনাক্ত করছি, তারপরই তাদের গ্রেফতার করা হবে।'
অপ্রীতিকর ঘটনার পর আহতদের হাজারিবাগ সদর হাসপাতালেচিকিৎসার জন্য নিয়ে য়াওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত কয়েকবছর ধরেই হাজারীবাগে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিচ্ছে, বিশেষ করে রামনবমীর সময়।