Advertisment

Communal Tension: দলিত তরুণীকে শ্লীলতাহানি! সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত যোগীর উত্তরপ্রদেশ

Communal Tension in UP: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং মাংস বিক্রেতা-সহ উভয় সম্প্রদায়ের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, পুলিশ সুপার জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Communal Tension in UP, Molestation

আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Communal Tension in UP: সোমবার উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার একটি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি দলিত মেয়েকে অন্য সম্প্রদায়ের একজন যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ এবং তার পরিবারের সদস্যরা এবং আত্মীয়দের অভিযুক্ত এবং তার সহযোগীরা হামলা করে বলে, পুলিশ জানিয়েছে।

Advertisment

আধিকারিকরা জানিয়েছেন, শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত যুবক-সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহত পাঁচ ব্যক্তিকে স্থিতিশীল বলে জানা গেছে এবং তাঁদের মধ্যে কয়েকজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানা গেছে।

বাকি অভিযুক্তরা পলাতক।

বাহরাইচের পুলিশ সুপার (এসপি) বৃন্দা শুক্লা বলেছেন যে, দলিত তরুণী এক যুবককে চড় মেরেছিলেন, যাঁকে মেরেছিলেন তিনি একজন মাংস বিক্রেতার ছেলে। নির্যাতিতা অভিযোগ করে যে ওই যুবক তাঁর দিকে আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিল এবং তাঁর ওড়না টেনে নিয়েছিল।

আরও পড়ুন Encounter in Jammu: রাজৌরির সেনা ছাউনি লক্ষ্য করে ভয়াবহ জঙ্গি হামলা, বুক ঠুকে রুখে দিল বাহিনী

অন্যদিকে যুবক দাবি করেছেন যে তিনি মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় তরুণী পাশ দিয়ে যাচ্ছিল। তাঁর ধাক্কা লাগে।

তরুণী তাঁর ভাইকে ডেকেছিলেন, যে সেখানে পৌঁছে যুবকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে, এতে তিনি জখম হন। এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং মাংস বিক্রেতা-সহ উভয় সম্প্রদায়ের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, পুলিশ সুপার জানিয়েছেন।

লড়াই থামাতে গিয়ে তরুণী সামান্য আহত হন এবং চিকিৎসার পর তাঁকে বাড়িতে পাঠানো হয়।

Sexual harassment uttar pradesh Communal Tension
Advertisment