Advertisment

ইন্সটাগ্রামে পোস্টের জেরে যোগী রাজ্যে ধুন্ধুমার, আটক ২ নাবালক

পুরো ঘটনাটি পুলিশ ভিডিওগ্রাফ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Communal tension in Bareilly, UP’s Bareilly Communal tension, communal tension UP, Instagram comments communal tension, UP minors apprehended, UP news, indian express"

ইন্সটাগ্রামে পোস্টের জেরে ইউপির বরেলিতে সাম্প্রদায়িক উত্তেজনা, আটক ২ নাবালক। একটি ইনস্টাগ্রাম পোস্টে তার সহপাঠীর মন্তব্যের ছাত্রের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিপ্তে সংখ্যালঘু সম্প্রদায়ের শ’য়ে শ’য়ে লোক তাকে গ্রেফতারের দাবিতে থানা এবং ছাত্রের বাড়ি ঘেরাও করে।

Advertisment

উত্তর প্রদেশের বরেলিতে সাম্প্রদায়িক উত্তেজনার জেরে আটক করা হয় ২ নাবালককে। বছর ১৪-এর ক্লাস নাইনের দুই ছাত্রকে শুক্রবার মধ্যরাতে আটক করে পুলিশ। ইনস্টাগ্রামে তাদের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এই অভিযোগে আটক করা হয় ২ নাবালক পড়ুয়াকে। জানা গিয়েছে ২ শিক্ষার্থীরা দুটি ভিন্ন ধর্মের।

বৃহস্পতিবার, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র একটি ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে। একদিন পরে, শুক্রবার, তার সহপাঠী সেই মন্তব্যের ভিত্তিতে তার প্রতিক্রিয়া জানায় যা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ। নাবালককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের শ’য়ে, শ’য়ে মানুষ থানা ঘেরাও করে।

উত্তেজিত জনতা ছেলেটির বাড়ির বাইরে অবস্থানে বসে। বাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগও সামনে এসেছে। জেলার ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা মানতে রাজি হননি।শুক্রবার রাত ৮টার নাগাদ থানা ঘেরাও করা হয়। এরপরই মধ্যরাতে নাবালককে আটক করা হয়। এক ঘণ্টা পর পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়ের ওই ছাত্রকেও আটক করে।

উত্তরপ্রদেশ পুলিশের আইজি রাকেশ সিং বলেছেন, “আমরা এই বিষয়ে উভয় নাবালক ছাত্রকে আটক গ্রেপ্তার করেছি। শান্তি নিশ্চিত করতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”। তিনি আরও বলেন, “যারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। পুরো ঘটনাটি পুলিশ ভিডিওগ্রাফ করেছে এবং আমরা এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমেও হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছি”

yogi adityanath
Advertisment