Advertisment

২১ দিনের লকডাউন, মিলবে অত্য়াবশকীয় সামগ্রী: মোদী

''দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ভারত। মারণ ভাইরাসকে হারাতে মরিয়া মোদী সরকার। এই আবহে এবার সারাদেশে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ মার্চ রাত ১২টা থেকে আগামী ৩ সপ্তাহের জন্য় দেশজুড়ে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন ''দেশবাসীকে বাঁচাতে এই পদক্ষেপ ছাড়া আর উপায় ছিল না। এটা একধরনের কার্ফু। দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”। লকডাউনের বাইরে রাখা হয়েছে জরুরি পরিষেবাকে।

Advertisment

একনজরে মোদীর ভাষণ...

* ২৪ মার্চ রাত ১২টা থেকে আগামী ৩ সপ্তাহের জন্য় দেশজুড়ে লকডাউন।

* লকডাউন চলাকালীন অত্য়াবশকীয় সামগ্রীর মজুতের জন্য় সবরকম পদক্ষেপ করছে রাজ্য় ও কেন্দ্র সরকার। মুদির দোকান, ওষুধের দোকান , এটিএম খোলা থাকবে লকডাউন চলাকালীন।

* লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবাকে।

* গোটা দেশ সম্পূর্ণভাবে লকডাউন। এটা একধরনের কার্ফু। জনতা কার্ফুর থেকেও কঠোর। কেউ বাড়ির বাইরে বেরোবেন না।

* বিশেষজ্ঞরা বলেছেন, করোনা সংক্রমণ রুখতে ২১ দিন সময় লাগে। যদি আমরা ২১ দিন না মেনে চলতে পারি, তাহলে বিপদ হতে পারে।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় আজ রাত ১২টা থেকে দেশজুড়ে ২১ দিনের লকডাউন: মোদী

* ভাইরাস পরীক্ষা, পিপিই, আইসিইউ, ভেন্টিলেটর, স্বাস্থ্য় কর্মীদের প্রশিক্ষণের জন্য় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

* ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। সরকারি নির্দেশিকা মেনে চলুন। আপনার সুরক্ষার জন্য়ই লকডাউনের পদক্ষেপ। আমার বিশ্বাস সকল দেশবাসী এই প্রচেষ্টাকে সফল করবেন।

* অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেবেন না। গুজবে কান দেবেন না।

*বাড়ির লক্ষ্মণরেখা না পেরোলে তবেই আমরা সকলে করোনার থেকে বাঁচতে পারব। এই মারণ ভাইরাসের থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্বই একমাত্র রাস্তা

* সকলে জনতা কার্ফু সফল করেছেন, লকডাউন কার্ফুর থেকেও কছোর পদক্ষেপ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi coronavirus corona
Advertisment