মধ্যপ্রদেশে পুলিশের জালে নামদেও ত্যাগী ওরফে কম্পিউটার বাবা। একই সঙ্গে ধৃত তাঁর আরও ছয়’জন সাগরেদ। বেআইনি নির্মাণ ও সরকারি জমি দখলের অভিযোগে আশ্রম থেকেই কম্পিউটার বাবাকে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ। নামদেও ত্যাগী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বিরোধী বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তোপ দেগেছে কংগ্রেস।
ইন্দোর জেলা প্রসাসনের এক আধিকারিকের কথায়, খতিয়ে দেখার সময় ধরা পড়েছে যে সরকারের প্রায় ৪০ একর জমি দখল করেছেন কম্পিউটার বাবা। সেখানে বেআইনি নির্মাণও হয়েছে। দখল করা জমির বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা বলে জানানো হয়েছে। ইন্দোরের (পশ্চিম) পুলিশ সুপার মহেশচন্দ্র জৈন জানিয়েছেন, ‘ইন্দোরের বাইরে জামবুরদি গ্রামে বেআইনিভাবে সরকারি জমি দখল করে রেখেছেন কম্পিউটার বাবা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা রুজু হয়েছে। তাঁর কেয়কজন লাগরেদকেও গ্রেফতার করা হয়েছে।’
#WATCH Madhya Pradesh: District Administration today demolished an illegal construction belonging to Computer Baba in Indore.
“Six people have been detained as they tried to obstruct demolition process,” says Additional District Magistrate (ADM), Indore pic.twitter.com/iX7ggDRk0k
— ANI (@ANI) November 8, 2020
জানা গিয়েছে, কয়েক দিন আগেই ২ হাজার টাকা জরিমানা করে আশ্রমের লোকেদের জেলা প্রশাসন বেআইনিভাবে দখল করা এলাকা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। এরপরই রবিবার বেআইনি নির্মাণ ভাঙতে পদক্ষেপ করে জেলা প্রসাসন।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার সকাল থেকেই আশ্রম এলাকায় বিশাল পুলিশ মোতায়েন ছিল।
কমলনাথ মুখ্যমন্ত্রীত্বের কুর্সিতে বসার একবছর আগে নর্মদা বাঁচাতে কমিটির গঠন করেন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই কমিটির প্রধান করা হয় কম্পিউটার বাবাকে। পরে ২০১৮ সালের এপ্রিলে তাঁকে প্রতিমন্ত্রীর তরমা দেওয়া হয়। যদিও সেই বছর শেষের দিকে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন নামদেও ত্যাগী ওরফে কম্পিউটার বাবা। শিবরাজ সিং সরকারকে ‘অধার্মিক’ বলেও তোপ দাগেন তিনি। কমলনাথের শপথেও মঞ্চে ছিলেন তিনি ও কটক্ষ করেন পূর্ববর্তী বিজেপি সরকারকে। ২০১৯ লোকসভাতেও কংগ্রেসের হয়ে প্রচার চালিয়েছিলেন এই বাবা। বিষোদগার করেন ভূপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে। কেন মোদী সরকারের প্রথম পাঁচ বছরেও রামমন্দির গড়ে তোলা যানি তা নিয়ে প্রশ্ন তোলেন কম্পিউটার বাবা। প্রচারে তাঁর স্লোগান ছিল, ‘রামমন্দির নেই তো মোদী নেই।’
তাই আসলে বেআইনি নির্মাণ ভাঙা, নাকি তাঁর রাজনৈক শিবির বদলই এই গ্রেফতারির পিছনে দায়ী তা নিয়ে প্রশ্ন উঠছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে