Advertisment

সন্ন্যাসিনী ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে শর্ত সাপেক্ষ জামিন কেরালা হাইকোর্টের

চার্জশিট জমা পড়ার আগে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
nun-rape-case

পাসপোর্ট জমা রাখা ও কেরালায় না ঢোকার শর্তে জামিন পেলেন ফ্রাঙ্কো মুলাক্কাল।

সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল। পাসপোর্ট জমা রাখা ও তদন্তকারীদের ডাক ছাড়া কেরালায় প্রবেশ না করার শর্তে তাঁকে সোমবার জামিন দিল কেরালা হাইকোর্ট। দু'সপ্তাহে একবার (শনিবার) তদন্তকারীদের ডাকে কেরালায় আসতে পারেন ফ্রাঙ্কো। চার্জশিট জমা পড়ার আগে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে আদালত।

Advertisment

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে ফ্রাঙ্কো মুলাক্কালের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কেরালা হাইকোর্ট। কিন্তু, তিনি ছাড়া পেলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে মনে করে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল আদালত। এরপর কেরালার ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিচারবিবাগীয় হেফাজত আরও বাড়িয়ে দেয়। এরপর ফের হাইকোর্টের দ্বারস্থ হয় বিশপের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পাওয়া মুলাক্কল। এবার সেই আবেদনের জন্য শর্ত সাপেক্ষে জামিন পেলেন ফ্রাঙ্কো মুলাক্কাল।

প্রসঙ্গত, কেরালার কোট্টায়াম থানায় করা অভিযোগে সন্ন্যাসিনী জানিয়েছেন, ২০১৪ সালের ৫ মে থেকে দুই বছর ধরে তাঁকে লাগাতার ধর্ষণ করে বিশপ ফ্রাঙ্কো। তিনি আরও জানান, প্রথমে গীর্জা কর্তৃপক্ষকে অভিযোগ করেছিলেন। কিন্তু, বারবার অভিযোগ করা সত্বেও তারা কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, কেরালার এই ঘটনা ঘিরে প্রবল জনমত তৈরি হয়। নাগরিক সমাজের একটা বড় অংশ এবং সন্ন্যাসিনীরাও মুখর হন। কার্যত তাদের চাপে পড়েই ব্যবস্থা নিতে বাধ্য হয় কেরালা প্রশাসন।

এদিকে, আদালতে জমা দেওয়া রিমান্ড রিপোর্টে পুলিশ জানিয়েছে যে, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী অবিযোগকারিণীকে যৌন হেনস্থা করা হয়েছে এটা স্পষ্ট। অবিযুক্ত বিশপ নিজের 'আধ্যাত্মিক কর্তৃত্ব'কে ব্যবহার করেছেন বলেও জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুসারে, 'এ ডে উইথ বিশপ' অনুষ্ঠানকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার করা হয়েছে।

ভারতের ইতিহাসে ফ্রাঙ্কো মুলাক্কালই প্রথম বিশপ যাকে ধর্ষমের অভিযোগে গ্রেফতার হতে হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পরই, তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রথমে ফ্রাঙ্কো কিছুতেই স্বীকার করছিলেন না যে তিনি ধর্ষণ করেছেন। কিন্তু, শেষ পর্যন্ত তাঁর বক্তব্যের অসঙ্গতি, তথ্য প্রমাণ, অবিযোগকারিণীর বয়ান এবং সাক্ষ্য অন্য কথা বলায়, তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে, ভ্যাটিকান সিটির তরফে ইতিমধ্যে ফ্রাঙ্কো মুলাক্কালকে জলন্ধর ডায়োসেস অফ মিশনারিজ অফ জিসাস-এর প্রশাসনিক পদ থেকে সাময়িক অবহ্যতি দেওয়া হয়েছে।

Read this story in English

rape
Advertisment