Advertisment

গণবিবাহ অনুষ্ঠানে দেদার বিলি কন্ডোম, গর্ভনিরোধক বড়ি, প্রশ্নের মুখে তোলপাড় রাজ্য

মুখ্যমন্ত্রীকে বদনাম করার চক্রান্ত?

author-image
IE Bangla Web Desk
New Update
Madhya Pradesh, MP Condom kit, MP Condom in wedding kit, Condom in wedding kit, contraceptive pills, row over wedding kit, Madhya Pradesh wedding, condom birth control pills in wedding kit, govt’s EWS wedding scheme, indian express, indian exptress news

বিয়ের অনুষ্ঠান চলাকালীন কনেদের বিতরণ করা হয় মেকআপ কিট। আর তা খুলতেই চক্ষুচড়কগাছ। তাতে রয়েছে কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক বড়ি। মুহুর্তেই শোরগোল পড়ে অনুষ্ঠান ঘিরে।

Advertisment

মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার অধীনে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে বিলি করা মেক-আপ কিটের ভিতরে কন্ডোম এবং গর্ভনিরোধক বড়ি মিলতেই হুলস্থূল। মধ্যপ্রদেশের ঝাবুয়ায় চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় দেশ।

সোমবার মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার অধীনে ২৯৬ জনের বিয়ের আয়োজন করা হয়। তাতে বিলি করা মেকআপ কিটের ভিতর থেকে মিলেছে কন্ডোমের প্যাকেট সেই সঙ্গে মিলেছে গর্ভনিরোধক বড়ি। মুখ্যমন্ত্রীকে বদনাম করতেই এমন করসাজি সাফ দাবি শাসক শিবিরের।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন, কর্মকর্তারা কনেদের মেক আপ কিট বিতরণ করেন বলেই জানা গিয়েছে। এই মেকআপ কিটের ভিতরে গর্ভনিরোধক পিলের সঙ্গে কনডমের প্যাকেট রাখা ছিল বলেই অভিযোগ সামনে এসেছে। অভিযোগ এমন এক অনুষ্ঠানকে ঘিরে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং অনুষ্ঠানে হাজির থেকে দম্পতিদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের ওপর এর দায়ভার চাপিয়েছেন। মুখ্যমন্ত্রীর গণবিবাহ অনুষ্ঠানে এমন ‘অদ্ভুত ভুল’ এটাই প্রথমবার নয়। আগেও বিয়ের সময় কনের গর্ভাবস্থা পরীক্ষার জেরে ধুন্ধুমার বাঁধে। এপ্রিলে ডিন্ডোরিতে অনুষ্ঠিত গণবিবাহ অনুষ্ঠানে বিয়ের আগে ২১৯ জন কনের গর্ভাবস্থা পরীক্ষা করা হয় যার জেরে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে।

Madhya Pradesh
Advertisment