স্থানীয় মহিলার নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রফাইল খোলার অভিযোগে গ্রেফতার এক কংগ্রেস কাউন্সিলার। ঘটনা লাদাখের। অভিযুক্ত উত্তর লেহ-র লাদাখ অটোনমাস হিল কাউন্সিলের কাউন্সিলর ফুন্টসগ স্ট্যানজিন টেপসাঙ্গ। শুধু ভুয়ো প্রোফাইল খোলাই নয়, স্থানীয় মহিলার আপত্তিকর ছবি ও ফোন নম্বরও ওই কাউন্সিলর ভুয়ো প্রোফাইলে দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তাঁর নামে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। সেখা তাঁর আপত্তিকর ছবি ও ফোন নাম্বরও রয়েছে। দিন কয়েক আগেই লাদাখবাসী এক মহিলা থানায় এই মর্মে অভিযোগ জানান। তার প্রেক্ষিতেই তথ্য প্রযুক্তি আইনের ৬৭(এ) ও ৬৬(সি) ধারায় মামলা রুজু হয় বলে দাবি করে পুলিশ।
এরপরই তদন্তে নামে পুলিশ। প্রযুক্তি নির্ভর তল্লাশিতে ধরা পড়েন কংগ্রেস কাউন্সিলর ফুন্টসগ স্ট্যানজিন টেপসাঙ্গ। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন ওই জনপ্রতিনিধি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন