scorecardresearch

আদালতে জাল মেডিক্যাল নথি জমা, পুলিশের জালে কংগ্রেস বিধায়কের ছেলে

ধর্ষণের দায়ে আগেই জেলে গিয়েছিলেন করণ মোরওয়াল। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আরও বিস্ফোরখ অভিযোগ উঠে এল।

man arrested for repeatedly raping 7 year-old daughter in Pimpri-Chinchwad pune
প্রতিকী ছবি।

মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস বিধায়ক মুরলি মোরওয়ালের ছেলে করণ মোরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন আদালতে জাল মেডিক্যাল কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে করণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল

এম জি রোড থানার ইনচার্জ ডিভিএস নগর জানিয়েছেন, গত বছর ১৩ ফেব্রুয়ারি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে করণ মোরওয়াল (৩৩) ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। নির্যাতিতা থানায় এফআইআর দায়ের করেছিলেন।

সেই মামলার তদন্তের সময়, নজরে পড়েছে আরও একটি প্রতারণার ছবি। দেখা যায় যে করণের মেডজিক্যালের কাগজপত্র জাল। এর ফলে করণের বিরুদ্ধে প্রতারণা এবং অন্যান্য অভিযোগের সম্বলিত একটি পৃথক এফআইআর দায়ের করেছিল পুলিশ।

মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ গত ১৩ এপ্রিল আদালতে জাল নথি জমা দেওয়ার জন্য অভিযুক্ত করণের আগাম জামিনের আবেদন খারিজ করে।

প্রায় ছয় মাস গ্রেফতারি এড়ানোর পরে গত বথর ২৬ অক্টোবর করণ মোরওয়ালকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, তবে পরে তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। কিন্তু এবার ফের বন্দি করা হল কংগ্রেস নেতার ছেলেকে।

Read in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Congress mlas son held for submitting fake medical papers in courts madhyapradesh