Advertisment

মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হলেন তৃতীয় লিঙ্গের অপ্সরা রেড্ডি

কিছুদিন আগে অপ্সরা বিজেপি-তে যোগ দিয়েছিলেন। অল্পদিনের মধ্যেই অবশ্য বিজেপি-র সঙ্গ ত্যাগ করে তিনি জানিয়েছিলেন, "বিজেপি-র ধ্যানধারণা পশ্চাৎপন্থী, সেখানে মুক্তমনা মানুষের স্থান নেই।”

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অপ্সরা কলেজ জীবন থেকেই বিবিধ সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

দেশের অন্যতম পরিচিত লিঙ্গ পরিবর্তনকারী বা 'ট্রান্সজেন্ডার' সমাজকর্মী এবং সাংবাদিক অপ্সরা রেড্ডিকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হিসাবে নিযুক্ত করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নিয়োগ-অনুষ্ঠানটি আজ সম্পন্ন হয় মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং সংসদ সদস্যা সুস্মিতা দেবের উপস্থিতিতে।

Advertisment

অপ্সরা তাঁর কলেজ জীবন থেকেই বিবিধ সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শিশু ধর্ষণ এবং আরও কিছু চাঞ্চল্যকর মামলার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তামিলনাড়ুতে শিরোনামে আসেন তিনি। কিছুদিন আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন। অল্পদিনের মধ্যেই অবশ্য বিজেপি-র সঙ্গ ত্যাগ করে অপ্সরা জানিয়েছিলেন, "বিজেপি-র ধ্যানধারণা পশ্চাৎপন্থী, সেখানে মুক্তমনা মানুষের স্থান নেই।”

আরও পড়ুন- উত্তরপ্রদেশে কংগ্রেসকে খাটো ভাবলে ভুল হবে: রাহুল গান্ধী

মহিলা কংগ্রেসে সাধারণ সম্পাদিকার মতো মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে খুশি গোপন করেননি অপ্সরা।বলেছেন, "এই স্বীকৃতিতে প্রমাণ হল, রাহুল গান্ধী আমাদের সমাজের প্রান্তিক কোন গোষ্ঠী হিসাবে দেখেন না, যারা শুধু করুণারই যোগ্য।বরং রাহুল আমাদের 'ট্যালেন্ট-পুল' হিসাবেই দেখেন।"

উল্লেখ্য, কংগ্রেসে যোগ দেওয়ার আগে জয়ললিতার জীবদ্দশায় এআইডিএমকে-র সদস্যপদও গ্রহণ করেছিলেন অপ্সরা। এরপর ২০১৬ সালে সে দলের জাতীয় মুখপাত্রের দায়িত্বও সামলেছেন তিনি। জয়ললিতার মৃত্যু পরবর্তীকালে শশীকলা শিবিরের সঙ্গে যুক্ত হন তিনি।

আরও পড়ুন- মেদিনীপুরে বিজেপির রথের ‘ঘোড়া’ শিশির অধিকারীর হাতে?

ট্রান্সজেন্ডার বিল ইস্যুতে বারবার মুখ খুলেছেন অপ্সরা। তিনি বলেন, "এ ব্যাপারে বিজেপি-র একটা পৃষ্ঠপোষক মনোভাব রয়েছে। কিন্তু, আমরা দাক্ষিণ্য চাই না, বরং দীর্ঘকাল যাবৎ যে অসাম্য রয়ে গিয়েছে তা পূর্ণ করার জন্য সহযোগিতা চাই। তাঁরা পুনর্বাসনের মতো শব্দ প্রয়োগ করত। কিন্তু, এই সম্প্রদায়ের আসলে যা প্রয়োজন, তা হল শিক্ষা এবং সুযোগের ক্ষেত্রে সমনাধিকার। আর খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হল রাজনৈতিক স্বীকৃতি"।

Read the full story in English

CONGRESS
Advertisment