Advertisment

প্রয়াত কংগ্রেস মুখপাত্র রাজীব ত্য়াগী

টিভি চ্য়ানেলে বিতর্কে প্রায়শই অংশ নিতেন তিনি। রাজীবের প্রয়াণে শোকপ্রকাশ করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajiv Tyagi

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্য়াগী। টিভি চ্য়ানেলে বিতর্কে প্রায়শই অংশ নিতেন তিনি। রাজীবের প্রয়াণে শোকপ্রকাশ করেছে কংগ্রেস।

Advertisment

টুইটারে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ''রাজীব ত্য়াগীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এক বিশ্বস্ত কংগ্রেস নেতা ছিলেন উনি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই''।

আরও পড়ুন: আজ দেশের বড় খবর: ভাল নেই প্রণব॥রণক্ষেত্র বেঙ্গালুরু॥ভারত-নেপাল বৈঠক॥ সংজ্ঞায়িত অসমীয়ারা

টিভিতে তর্ক-বিতর্কের আসরে পরিচিত মুখ ছিলেন রাজীব। কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল বলেছেন, ''রাজীব ত্য়াগীর প্রয়াণে খুব ভেঙে পড়েছি। স্তম্ভিত হয়ে গিয়েছি আমার প্রিয় বন্ধু-সহকর্মীকে হারিয়ে। পরিবারের এক সদস্য়কে হারালাম। এক বন্ধু, ভাল মানুষকে হারালাম...''।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment