Congress Ram Mandir: 'বিজেপি-আরএসএস'-এর অনুষ্ঠান, রাম মন্দিরের উদ্বোধনে থাকবে না কংগ্রেস
Ram Mandir inauguration: এই ব্যাপারে দলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'বিজেপি এবং আরএসএসের নেতাদের দ্বারা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন স্পষ্টতই নির্বাচনী লাভের জন্য এগিয়ে আনা হয়েছে। তাই কংগ্রেস এই অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।'
Ram Mandir inauguration: এই ব্যাপারে দলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'বিজেপি এবং আরএসএসের নেতাদের দ্বারা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন স্পষ্টতই নির্বাচনী লাভের জন্য এগিয়ে আনা হয়েছে। তাই কংগ্রেস এই অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।'
Ram Mandir: 'বিজেপি-আরএসএস'-এর অনুষ্ঠান, থাকছে না কংগ্রেস।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। কিন্তু, সেই অনুষ্ঠানে থাকবে না কংগ্রেস। কারণ, সেটা 'বিজেপি-আরএসএস'-এর অনুষ্ঠান। এমনটাই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। এই ব্যাপারে দলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'বিজেপি এবং আরএসএসের নেতাদের দ্বারা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন স্পষ্টতই নির্বাচনী লাভের জন্য এগিয়ে আনা হয়েছে। তাই কংগ্রেস এই অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে।'
Advertisment
Ram Mandir Congress: এব্যাপারে বিবৃতি জারি করেছে 'গ্র্যান্ড ওল্ড পার্টি'।
শুধু সরকারপক্ষই নয়। বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং সেলিব্রিটিরা। রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া এই সব বিশিষ্টদের মধ্যে রয়েছেন- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিরোধী শিবির থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।
কংগ্রেসের বক্তব্য:-
Advertisment
বিজেপি-আরএসএস ভোটের জন্য রাম মন্দির উদ্বোধনের সময় এগিয়ে এনেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রামভক্তদের আবেগের মূল্য দেয়নি আরএসএস-বিজেপি।
সেই কারণে কংগ্রেস নেতারা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না।
কংগ্রেস তার বিবৃতিতে জানিয়েছে, গত মাসে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ২২ জানুয়ারির রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেয়েছেন। লক্ষ লক্ষ দেশবাসী ভগবান রামকে শ্রদ্ধা করেন। কিন্তু, ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু, অযোধ্যায় রাম মন্দির নিয়ে আরএসএস-বিজেপি দীর্ঘদিন ধরেই রাজনীতি করে যাচ্ছে। শুধুমাত্র নির্বাচনী লাভের জন্য আরএসএস-বিজেপি, রাম মন্দিরের উদ্বোধনের সময় এগিয়ে এনেছে। এই ব্যাপারে আরএসএস এবং বিজেপি, সুপ্রিম কোর্টের ২০১৯ সালের নির্দেশ এবং লক্ষ লক্ষ রামভক্তদের আবেগকে উপেক্ষা করে গিয়েছে। সেই কারণে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও অধীররঞ্জন চৌধুরী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না।
কংগ্রেসের এই বিবৃতির আগে মঙ্গলবার একই সুর শোনা গিয়েছিল 'ইন্ডিয়া' অন্যতম প্রধান মুখ তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, 'কাল আমায় জিজ্ঞাসা করেছিল, রাম মন্দির নিয়ে আপনার বক্তব্য কী?। আমি বলেছি, ধর্ম যার যার। উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি, যা একতার কথা বলে।'