scorecardresearch

মুখ্যমন্ত্রীর দফতর থেকে আসছি! মিথ্যা পরিচয়ে মহিলাকে ধর্ষণ, লক্ষ লক্ষ টাকা লোপাটের অভিযোগ

অভিযুক্ত ওই ব্যক্তি মহিলার অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকারও বেশি তুলে নেন বলে অভিযোগ

gujarat, vadodara, gandhinagar, vadodara police, gift city, gujarat cmo, gujarat news, gujarat rape case, indian express news

মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে মহিলা ধর্ষণ। মারাত্মক অভিযোগে ভাদোদরা পুলিশ শনিবার দুটি আলাদা এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওই ব্যক্তির নাম অশ্বিন প্যাটেল তিনি গান্ধী নগরের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর অফিসের আধিকারিক এবং গিফট সিটির প্রেসিডেন্ট পরিচয়ে এক মহিলাকে গিফট সিটির “ব্র্যান্ড অ্যাম্বাসেডর” করার আছিলায় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশের এক উর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, ঘটনায় অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হবে।

অভিযোগকারিনী মহিলা জানিয়েছেন, গিফট সিটির ব্র্যাণ্ড আম্বাসাডার করিয়ে দেওয়ার নাম করে তাকে গোয়াতে ডেকে পাঠানো হয়, সেখানে থাকাকালীন, অভিযুক্ত ওই ব্যক্তি মহিলার অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকারও বেশি তুলে নেন এবং তাকে বিয়ের প্রস্তাবও দেন। নানা আছিলায় দিনের পর দিন মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

মিথ্যা সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে মহিলার সঙ্গে প্রতারণার ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে। অন্যদিকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা অপর একটি এফআইআর দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।   

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Conman posing as gujarat cmo official and gift city president booked for cheating raping woman591408