সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ঘটনায় 'রাজনৈতিক প্রভাব খাটানো' হয়েছে বলে অভিযোগ করলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। 'রাজনৈতিক চাপে'র ফলেই মামলা পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন অভিনেত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছেন রিয়ার আইনজীবী শ্য়াম ডিভান।
বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চকে রিয়ার আইনজীবী শ্য়াম বলেন, সুশান্তের বাবার দায়ের করা এফআইআরের সঙ্গে পাটনায় কোনও অপরাধের যোগ নেই। উল্লেখ্য়, বিহারে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। এফআইআর মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে যান রিয়া।
এদিন ডিভান বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে, তা একেবারেই অনভিপ্রেত। সুশান্তের মৃত্য়ুতে তাঁকে দোষী সাব্য়স্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রিয়া। ডিভান আরও বলেছেন, বিহার পুলিশে এফআইআর দায়েরে 'যথেষ্ট দেরি' করা হয়েছে। এর কারণ হিসেবে রিয়ার আইনজীবী বলেছেন, 'এটা দেখে স্পষ্ট যে কী পরিমাণ রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে'।
আরও পড়ুন: সুশান্তকাণ্ড: মিডিয়া ট্রায়ালের অভিযোগ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে রিয়া
আবেদনকারী সিবিআই তদন্ত চান কিনা, বিচারপতি রায়ের এ প্রশ্নের জবাবে ডিভান বলেন, ''হ্য়াঁ...আমি স্বচ্ছ তদন্ত চাই...''। অন্য়দিকে, ডিভানের অভিযোগের পাল্টা বিহারের হয়ে সওয়ালকারী আইনজীবী মনিন্দর সিং বলেন, মহারাষ্ট্র পুলিশ অসহযোগিতা করেছে। বিহার পুলিশকে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। তিনি আরও বলেন, পাটনায় এফআইআর দায়েরে কোনও বিলম্ব হয়নি।
এদিকে, হলফনামায় রিয়া দাবি করেছেন, ,সুশান্ত বিহারের ছেলে, তাঁর মৃত্য়ুকে নির্বাচনের আগে কাজে লাগানো হচ্ছে। তাঁর আরও দাবি, পাটনায় এফআইআর দায়েরের নেপথ্য়ে হাত রয়েছে বিহারের মুখ্য়মন্ত্রীর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন