এক দশক পার করেও মুম্বই হামলার ভয়াবহতা এতটাই, ২৬/১১ বললে সন্ত্রাসবাদী হামলা ছাড়া আর কিছু মাথায় আসে না। কিন্তু ২৬ নভেম্বর স্বাধীন ভারতে একটি মনে রাখার মতো দিন। এই দিনে গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান। সাল ১৯৪৯।
স্বাধীনতার পর দেশে কন্সটিটুয়েন্ট অ্যাসেম্বলি বা গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৭-এর ৯ নভেম্বর। ২০৭ জন সদস্য যোগ দিয়েছিলেন অধিবেশনে। সংবিধান তৈরির ড্রাফটিং কমিটির মাথায় ছিলেন 'ভারতীয় সংবিধানের রূপকার' ভীম রাও আম্বেদকর।
পরের দু'বছর বিস্তর আলচনা, শলা পরামর্শ হল সংবিধানের লক্ষ্য নিয়ে, আদর্শ নিয়ে। অবশেষে ১৯৪৯ এর ২৬ নভেম্বর গৃহীত হল ভারতীয় সংবিধান। চালু করা হল আরও মাস দুয়েক পর, ২৬ জানুয়ারি, ১৯৫০। ইতিহাসে দিনটি চিহ্নিত হয়ে গেল প্রজাতন্ত্র দিবস হিসেবে।
আরও পড়ুন, অনাস্থা ভোটের সময় সংবিধান রক্ষা করেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়: মনমোহন সিং
২৬ নভেম্বর তারিখটা বরং খানিক বিস্মৃতির আড়ালেই চলে গিয়েছিল। ২০১৫ সালে মোদী সরকার দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করেছিল। ২০১৫ ছিল আম্বেদকরের ১২৫ তম জন্মজয়ন্তী। সংবিধানের জনকের স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপনের সময়েই দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকেই আলাদা করে উদযাপিত হচ্ছে দিনটি।
সংবিধান দিবস কিন্তু ছুটির দিন নয়। যদিও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব, বিতর্ক সভার আয়োজন করার জন্য।
Read the full story in English