Advertisment

অযোধ্যায় বন্ধ হতে চলেছে মদ-মাংস? যোগী আদিত্যনাথের বিবৃতিতে বাড়ছে জল্পনা  

'ধর্মনগরী' অযোধ্যা, উন্নয়নের একটি ‘মডেল’ হিসাবে সামনে আসতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

অযোধ্যায় বন্ধ হতে চলেছে মদ ও মাংস? উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা বাড়ছে জল্পনা। অযোধ্যাতে এবার থেকে নিষিদ্ধ হতে চলেছে মাংস ও মদ খাওয়া। বুধবার অযোধ্যা সফরে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে এমন কথা বাড়াচ্ছে জল্পনা। বুধবার তিনি বলেন, ‘অযোধ্যা একটি ধর্মীয় শহর, তাই জনগণের অনুভূতিকে সম্মান করা উচিত এবং মাংস ও মদ খাওয়া এই শহরে নিষিদ্ধ করা উচিত’।

Advertisment

তিনি আরও বলেছিলেন যে 'ধর্মনগরী' অযোধ্যা উন্নয়নের একটি ‘মডেল’ হিসাবে সামনে আসতে চলেছে। এই শহরে মিলবে সারাদিনব্যাপী পানীয় জলের সুবিধা। তিনি আরও বলেন, "অযোধ্যায় আসা প্রতিটি ভক্ত- পর্যটককে মানসিক শান্তি, সন্তুষ্টি এবং আনন্দ নিয়ে ফিরতে হবে”। মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করার পাশাপাশি প্রকল্পগুলির গুণমান এবং সময়মতো সেগুলি শেষ করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশও দেন।

যোগী আদিত্যনাথ এদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পাশাপাশি অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। দুদিনের সফরে বুধবার অযোধ্যায় এসে পৌঁছেছেন তিনি। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেছেন ‘অযোধ্যায় হাজার হাজার কোটি টাকা ব্যায়ে জনস্বার্থে একাধিক প্রকল্পের কাজ চলছে’। ২৪*৭ পানীয় জলের সুবিধার পাশাপাশি, ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো, এবং অযোধ্যাকে একটি সৌর শহর হিসাবে গড়ে তোলার কাজ চলছে।

yogi adityanath
Advertisment