Advertisment

টানা ১৮ ঘণ্টায় প্রায় ২৬ কিমি রাস্তা! নজির গড়ে লিমকা বুক অফ রেকর্ডে জাতীয় সড়ক কর্তৃপক্ষ

তাঁর টুইট, '৫০০ জন ঠিকা শ্রমিক, জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার, আধিকারিক এবং সব ঠিকাদার সংস্থাকে অভিনন্দন।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একটানা ১৮ ঘণ্টায় প্রায় ২৬ কিমি রাস্তা বানিয়ে লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলল জাতীয় সড়ক কতৃপক্ষ ( NHAI)। জাতীয় সড়ক-৫২-তে বিজয়পুর-সোলাপুর পর্যন্ত এই সিঙ্গল লেন তৈরি করা হয়েছে। চার লেনের এই রাস্তা বেঙ্গালুরু থেকে চিত্রদূর্গ হয়ে বিজয়পুরা, সোলাপুর, ঔরঙ্গাবাদ, ধুলে, ইন্দোর হয়ে গ্বোয়ালিয়র পৌঁছবে।

Advertisment


এই কীর্তির প্রসঙ্গ টুইট করেছেন সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরি। তিনিই ঘোষণা করেছেন একটানা ১৮ ঘণ্টা কাজ করে ২৫.৫৪ কিমি এই রাস্তা তৈরি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অনন্য এই কীর্তির নাম উঠবে লিমকা বুক অফ রেকর্ডে। টুইটারে জানান ওই কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি এই কীর্তির জন্য প্রায় ৫০০ জন ঠিকা শ্রমিককে কুর্নিশ জানান। তাঁর টুইট, '৫০০ জন ঠিকা শ্রমিক, জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার, আধিকারিক এবং সব ঠিকাদার সংস্থাকে অভিনন্দন।'

তিনি লেখেন, '১১০ কিমি দীর্ঘ এই সোলাপুর-বিজয়পুর জাতীয় সড়কের কাজ চলছে। অক্টোবর ২০২১-এর মধ্যে শেষ হবে এই সড়ক নির্মাণের কাজ।'

Nitin Gadkari NHAI Limca Book of Records
Advertisment