Advertisment

তেরঙ্গা হাতে 'উষ্ণ অভ্যর্থনা', 'মোদী মোদী স্লোগানে' মুখরিত দুবাই, যেন অখণ্ড ভারত!

প্রধানমন্ত্রী মোদী অনেক গুরুত্বপূর্ণ সভায় ভাষণ দেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
COP 28 Summit 2023 Updates, COP28, COP28 first victory, cop 28 summit, COP28 gets 1st victory: Fund to help poor nations fight climate disasters cleared, cop 28 dubai, cop 28 uae, pm modi dubai visit, climate summit, cop 28 summit news updates, pm modi dubai visit live updates,pm modi dubai visit live,pm modi dubai visit 2023, pm modi in dubai,pm modi dubai visit news, pm modi foreign visit,world climate action summit in dubai,cop28, cop28 climate summit,cop28 climate summit in dubai, cop 28 summit dubai, cop 28 summit news,cop 28 summit 2023",

তেরঙ্গা হাতে 'আবার মোদী সরকার' স্লোগান, জলবায়ু পরিবর্তন সম্মেলনে দুবাইয়ে গ্র্যাণ্ড সেলিব্রেশন

'কপ-২৮' ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নিতে গভীর রাতে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সম্প্রদায়ের লোকেরা 'বন্দে মাতরম' এবং 'ভারত মাতা কি জয়' স্লোগান তুলে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী দুবাই প্রদর্শনী কেন্দ্রে পৌঁছেছেন, যেখানে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তথ্য অনুযায়ী, এখানে তিনি ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও আরও তিনটি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন। মোদী বিমানবন্দরে অবতরণের পরে পরেই দুবাইয়ে থাকা ভারতীয় প্রবাসীদের একাংশ তাঁকে দেখে ‘ভারত মাতা কী জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে শুরু করেন।

Advertisment

ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট হল কপ ২৮-এর উচ্চ-পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রীর আরও তিনটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন।

সাতটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে তাঁর প্রায় ২১ ঘন্টা থাকার সময় সাতটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। চারটি বৈঠকে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচিতে দুটি বিশেষ উদ্যোগেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন।

বিমানবন্দরে এবং হোটেলের বাইরে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোদী। শুক্রবার সন্ধ্যায় ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার দুদিনের সফর অনেক দিক থেকেই বিশেষ। এই দুই দিনে প্রধানমন্ত্রী মোদী অনেক গুরুত্বপূর্ণ সভায় ভাষণ দেবেন। সংবাদ সংস্থা ANI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ প্রধানমন্ত্রী মোদীর স্বাগত জানানোর ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে, 'মোদী-মোদী স্লোগান' এবং 'বন্দে মাতরম'-এর মত স্লোগান দিতেও দেখা যায়।

দুবাইতে এমন জমকালো আয়োজনে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। মোদী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, "তাদের সমর্থন এবং উৎসাহ আমাদের প্রাণবন্ত সংস্কৃতি এবং দৃঢ় সম্পর্কের প্রমাণ।” এর সঙ্গে ভারতীয়দের সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। এতে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে ও শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।

‘কপ-২৮’ হল জলবায়ু পরিবর্তন সম্মেলন। জলবায়ু-সম্পর্কিত ঘটনা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলির একটি প্ল্যাটফর্ম। এটি জলবায়ু সংক্রান্ত রাষ্ট্রসংঘের ২৮ তম বৈঠকের অংশ। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই কমিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। ‘কপ-২৮’ সম্মেলনে মোদীর মতো প্রথম সারির নেতা ছাড়াও প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। দুবাইয়ে ২১ ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় তিনি বহু দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এখানে বেশ কয়েকটি অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এটি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে রাষ্ট্রসংঘের একটি বার্ষিক অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে, প্রধানমন্ত্রী মোদী বলেন, " ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী একটি সবুজ এবং সমৃদ্ধ ভবিষ্যত গঠনের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে"।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, 'গত ৯ বছরে প্যারিস চুক্তির পর ভারত প্রথম যে প্রতিশ্রুতি দিয়েছিল তা হল কার্বন নিঃসরণের তীব্রতা কমানো। দ্বিতীয়টি হল নতুন শক্তির উৎসের উপর নির্ভরতা। আমি গর্ব করে বলছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরাও G20-এর প্রথম দেশগুলির মধ্যে রয়েছি, যারা ৯ বছর আগে তার লক্ষ্য অর্জন করেছে। এটা ভারতের প্রতিশ্রুতি ও যোগ্য নেতৃত্বের ফল"। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন যে ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এ ছাড়া তিনি তিনটি উচ্চ পর্যায়ের কর্মসূচিতেও অংশ নেবেন। এ সময় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উপায় নিয়ে আলোচনা করা হবে।

Climate Change modi
Advertisment