Advertisment

স্টেশনেই লেবার রুম! মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির পুলিশের

দাদর স্টেশনে মহিলার প্রসবযন্ত্রণা দেখে পুলিশের এহেন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। স্টেশনে বেডশিট দিয়ে লেবার রুম বানিয়ে সন্তান প্রসবের মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai, মুম্বই

দাদর স্টেশনে মহিলার প্রসবযন্ত্রণা দেখে পুলিশের এহেন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম। ট্রেন তখনও আসেনি। স্বামীর সঙ্গে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছেন তিনি। হঠাৎই তাঁর শুরু হল প্রসব বেদনা। স্ত্রীকে প্রসবযন্ত্রণায় কাতরাতে দেখে দিশেহারা স্বামী। সেইসময়ই কার্যত দেবদূতের মতো হাজির হলেন উর্দিধারীরা। তারপর?

Advertisment

উপস্থিত বুদ্ধি খাটিয়ে মুশকিল আসান করলেন দুই পুলিশকর্মী। বেডশিট আনানোর ব্যবস্থা করলেন। এরপর ওই বেডশিট দিয়েই প্ল্যাটফর্মে বানিয়ে ফেললেন লেবার রুম। আর সেই লেবার রুমেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। এমন দৃশ্যেরই সাক্ষী হয়েছে মুম্বইয়ের দাদর স্টেশন।


আরও পড়ুন, রাখে হরি মারে কে! ট্রেনের কমোডে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেল সদ্যোজাত

Advertisment

দাদর স্টেশনে মহিলার প্রসবযন্ত্রণা দেখে পুলিশের এহেন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। পুলিশের এহেন মানবিক মুখ দেখে আপ্লুত সকলেই। গোটা ঘটনাটিই স্টেশনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। স্টেশনে বেডশিট দিয়ে লেবার রুম বানিয়ে সন্তান প্রসবের মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম গীতা দীপক বাগরে(২১)। প্ল্যাটফর্মে সেদিন নতুন মা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেক যাত্রীই। পরে সদ্যোজাত ও মা’কে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Read the full story in English

national news
Advertisment