ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম। ট্রেন তখনও আসেনি। স্বামীর সঙ্গে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছেন তিনি। হঠাৎই তাঁর শুরু হল প্রসব বেদনা। স্ত্রীকে প্রসবযন্ত্রণায় কাতরাতে দেখে দিশেহারা স্বামী। সেইসময়ই কার্যত দেবদূতের মতো হাজির হলেন উর্দিধারীরা। তারপর?
Advertisment
উপস্থিত বুদ্ধি খাটিয়ে মুশকিল আসান করলেন দুই পুলিশকর্মী। বেডশিট আনানোর ব্যবস্থা করলেন। এরপর ওই বেডশিট দিয়েই প্ল্যাটফর্মে বানিয়ে ফেললেন লেবার রুম। আর সেই লেবার রুমেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। এমন দৃশ্যেরই সাক্ষী হয়েছে মুম্বইয়ের দাদর স্টেশন।
Mumbai: Geeta Deepak Wagare, a 21-year-old gave birth to a baby
on the platform of Dadar Railway station on December 24. Geeta was waiting for a train to Pune with her husband. Both the mother and the baby were later admitted to hospital for further treatment.