Advertisment

'সব ফোকাস উদ্ধারেই', আহতদের চিকিৎসা নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

শনিবার সকালে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

author-image
IE Bangla Web Desk
New Update
coromendal express accident rail minister Ashwini Vaishnaw on the spot

দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

Coromondel Express Accident Updates: 'সর্বশক্তি দিয়ে চলছে উদ্ধারকাজ, সব ফোকাস এখন উদ্ধারেই', শনিবার সকালে বালেশ্বরের অভিশপ্ত দুর্ঘটনাস্থলে গিয়ে এমনই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী। উদ্ধারকাজে গতি আনতে রেলের তরফে আরও কী কী করা যেতে পারে সেব্যাপারেও আলোচনা করেছেন তিনি। রেলমন্ত্রীর পাশাপাশি এদিন দুর্ঘটনাস্থলে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। ভয়াবহ এই দুর্ঘটনার পরবর্তী সব পদক্ষেপে রেলকে সবরকমভাবে সহযোগিতা করছে ওড়িশা সরকার। উদ্ধারকাজ নিয়ে এদিন রেলমন্ত্রীর ও রেলের কর্তাদের সঙ্গে কথা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকেরও।

Advertisment

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ট্রেনের দরজা-জানলা-ছাদ কেটে একের পরক মৃতদেহ উদ্ধার হয়েই চলেছে। ভয়াবহ পরিস্থিতি এখনও। আহতদের কটক-সহ ওড়িশার একাধিক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। শুক্রবার রাতেই ভয়াবহ এই রেল দুর্ঘটনার উচ্চ পর্যাযের তদন্তের নির্দেশ দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালেই তিনি নিজে পৌঁছে যান ঘটনাস্থলে। ঘুরে দেখেন কথা বলেছেন উদ্ধারকারী দলের সঙ্গে।

পরে রেলমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ''সর্বশক্তি দিয়ে চলছে উদ্ধারকাজ। কলকাতা, কটকের হাসপাতালে আহতদের চিকিৎসা করাবে রেল। সব ফোকাস এখন উদ্ধার ও চিকিৎসায়। সম্পূর্ণ তদন্ত করা হবে।'' এদিকে, বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে শনিবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন দূরপাল্লার ৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চলছে ৩৮টি ট্রেন। এরই পাশাপাশি ৯টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

indian railway Train Accident Rail Minister coromandel express accident
Advertisment