/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/corona-vaccine-in-regular-market.jpg)
প্রাপ্তবয়স্কদের এবার বিনামূল্যে করোার বুস্টার ডোজ।
দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে দেড় লক্ষের নীচে। স্বাস্থ্য-পরিবারকল্যাণ মন্ত্র প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জন।
স্বাস্থ্যকর্তাদের চিন্তামুক্ত করে দেশে কোভিড পজিটিভি রেট ১০ শতাংশের নীচে নেমেছে। অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের তুলনায় ৯৮ হাজার কম। দৈনিক করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। মোট কোভিডজয়ীর হার ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন।
তবে দৈনিক মৃতের সংখ্যাটা এখনও ভয় ধরানোর মতো। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জনের। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৬৬ জনের। দেশে এ পর্যন্ত প্রায় ১৬৮ কোটি ৫৮ লক্ষের বেশি করোনার টিকাকরণ হয়েছে।
India reports 1,49,394 fresh COVID cases (13% lower than yesterday), 2,46,674 recoveries, and 1072 deaths in the last 24 hours
Active cases: 14,35,569
Death toll: 5,00,055
Daily positivity rate: 9.27%
Total vaccination: 168.47 crore pic.twitter.com/lOiJUwbueG— ANI (@ANI) February 4, 2022
Read in English