scorecardresearch

উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃত্যুহার, দেশে অ্যাকটিভ কেস ২৬৭ দিনে সর্বনিম্ন

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫০১ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩৬০। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৬২ হাজার ৬৯০ জন।

corona india daily cases 12 december 2021
দেওয়ালে করোনা সচেতনতার বার্তা।

আক্রান্তের সংখ্যা কমছে, কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে করোনায় দৈনিক মৃত্যুহার। যা নিয়েই আপাতত চিন্তায় দেশের স্বাস্থ্যকর্তারা।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৬ জন। যা গতকালের থেকে সামান্য কম। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১৩ হাজার ৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৫ জন। বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৬ শতাংশ। কমছে করোনা সক্রিয় রোগীর সংখ্যায়ও। এখনও পর্যন্ত ভারতে করোনায় চিকিৎসাধীন রোগী রয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬ জন। যা গত ২৬৭ দিনে সর্বনিম্ন।

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫০১ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩৬০। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৬২ হাজার ৬৯০ জন।

দৈনিক সংক্রমণ নিম্মুখী। কমছে অ্যাকটিভ কেস। উৎসবের মরসুমে যা আশার আলো। কিন্তু, সংক্রমণে লাগাম গিতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। টিকাকরণ প্রক্রিয়া আরও সক্রিয় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৫৩ লক্ষের বেশি মানুষ। গোটা দেশে টিকার ১১০ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ২২৫ ডোজ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Corona daily cases india 12 november 2021