সংক্রমণ নয়, এখন চিন্তার কেন্দ্রে মারণ ভাইরাসে প্রাণনাশ। গত কয়েকদিনে করোনা সংক্রমণের জেরে মৃত্যুর হার ৫০০-র বেশি। যা নিয়েই উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। তবে, দৈনিক সংক্রমণের হার প্রায় রোজই কমছে। নিম্নমুখী অ্যাকটিভ কেসও।
শনিবার স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৫০ জন করোনা। যা গতদিনের তুলনায় কম। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১২,৫১৬।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৪০৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার ৪৮৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার প্রায় ৯৮.২৬ শতাংশ।
আশার আলো অ্যাকটিভ কেসের নিম্নমুখী হার। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ জন। যা গত ২৭৪ দিনে সর্বনিম্ন।
শুক্রবার টিকাকরণ হয়েছে ৫৮ লক্ষের বেশি। এখনও পর্যন্ত দেশে মোট ১১১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার ১৩৪ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হার ১২ লক্ষের ৬৬ হাজার ৫৮৯টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন