স্বস্তিজনক দেশের দৈনিক কোভিড পরিসংখ্য়ান। গত দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে কমেছে দৈনিক মৃত্যুর হার। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। শনিবার করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ।
দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার ৩০৭। মোট সুস্থতার হার ৩ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৮৫৯ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী রয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮ জন। যা মার্চের পর থেকে সর্বনিম্ন।
গত কয়েকদিন ধরে করোনার দৈনিক মৃত্যুর হার বৃদ্ধি স্বাস্থ্যকর্তাদের উদ্বেদগ বাড়াচ্ছিল। দৈনিক মৃত্যুর সংখ্যা বিগত কয়েক দিন ৫৪০০ ছাড়িয়েছে। তবে, গত ২৪ ঘন্টায় এই হার একধাক্কায় বেশ খানিকটা কমেছে। শনিবার করোনার প্রাণ গিয়েছে ২৮৫ জনের। এই নিয়ে দেশে মারণ ভাইরাসে মৃত্যু হল মোট ৪ লক্ষ ৬৩ হাজার ৫৩০ জনের।
গত ২৪ ঘন্টায় ৫৭ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১১২ কোটি ১ লক্ষ ৩ হাজার ২২৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। প্রায় ১২ লক্ষের ৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে গতকাল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন