বজায় রইল দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার বৃদ্ধির ধারা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দৈনিক করোনা সংক্রমিতের তুলনায় সুস্থতার হার বৃদ্ধির ধারা বজায় রইল। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৩,৫২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৯,৭৪৬ জন। দেশে মোট পজিটিভের সংখ্যা ৫৬,৪৬,০১০। ভারতে এখন সুস্থতার হার ৮১.২৫ শতাংশ।

Advertisment

গত ২৪ ঘন্টায় এ দেশে মৃত্যু হয়েছে ১,০৮৫ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৯০,০২০ জন। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ভারতে করোনায় মৃত্যুর হার মৃত্যুহার ১.৫৯ শতাংশ।

ভারতের কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে (১২,৪২,৭৭০)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু।

Advertisment

গত দেড় মাস ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona