Advertisment

দেশে দৈনিক করোনা সংক্রমিত প্রায় সাড়ে ৯ হাজার, ওমিক্রন ত্রাসের মাঝেই বাড়ল উদ্বেগ

বাড়ল করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাডা়চ্ছে প্রাণহানীর সংখ্যাও।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily case report 9 december 2021

প্রতীকী ছবি

ওমিক্রন ত্রাসের মধ্যেই ফের দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বাড়ল করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাডা়চ্ছে প্রাণহানীর সংখ্যাও।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪১৯ জন । যা গত দিনের তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৫১ জন। মারণ ভাইরাসে দৈনিক মৃত্যু হার ১৫৯ জন। এই সংখ্যাটাও গত পরিসংখ্যানের চেয়ে বেশি। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ জন।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে বর্তমানে দেশে করোনা অ্যাকটিভ রোগী রয়েছেন ৯৪ হাজার ৭৪২ জন। যা গত ২৪ ঘন্টায় হাজারের বেশি। তবে, বাড়ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জন। সুস্থতার হার ৯৮ শতাংশের বেশি।

এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩০ কোটি ৩৯ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গত ২৪ ঘণ্টায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona Vaccination Corona in India Coronavirus Pandemic corona Corona Death
Advertisment