Advertisment

দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, তবে উদ্বেগ বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি

গত ২৪ ঘন্টায় ভারতে ৩৩ হাজার ৩৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩০৮ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 12,885 new COVID19 cases 4 November 2021

দেশের দৈনিক সংক্রমণের ওঠানামা জারি।

২৪ ঘন্টায় কিছুটা নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ৩৩ হাজার ৩৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩২ হাজার ১৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৩০৮ জন। তবে, চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা।

Advertisment

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ৪৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন। মোট করোনা বলি ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জন।

বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর অক্টোবরেই দেশে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ। পরিত্রাণের অন্যতম পথ স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকাকরণ। কেন্দ্র টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস চালাচ্ছে। দেশে এখনও পর্যন্ত মোট জনসংখ্যার ৫৮ শতাংশেরও বেশি মানুষ টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। ১৮ শতাংশের বেশি নাগরিকের দু'টি ডোজই সম্পন্ন। ৭৩ কোটি ৫ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়।

শুক্রবার দেশে টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৫ লক্ষের বেশি নাগরিক। গতকাল ১৫ লক্ষ ৯২ হাজার ১৩৫ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেশের মধ্যে সংক্রমণে শীর্ষে কেরল। শুক্রবার দক্ষিণী এই রাজ্যে শুধু আক্রন্ত ২৫ হাজারের বেশি মানুষ। মোট অ্যাকটিভ কেসের প্রায় ৬০ শাতাংশই কেরল থেকে। দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আরও টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Corona in India Corona Death corona
Advertisment