Advertisment

Corona India Update 3 June 2021: দেশে দৈনিক সংক্রমিত ৪৪ হাজার, মৃত্যু কমে ৭৩৮

Coronavirus India News: গত দিনের চেয়ে ভারতে দৈনিক আক্রান্তের হার কমেছে প্রায় ৫ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,895 new cases 5 December 2021

ওমিক্রন আতঙ্ক চরমে উঠেছে দেশে। এই আবহে দেশের দৈনিক সংক্রমণ মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে।

Coronavirus India: সাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনার সংক্রমিতের সংখ্যা ৪৪ হাজার ১১১ জন। দৈনিক সুস্থতার হার ৫৭ হাজার ৪৭৭ জন। সংখ্যাতত্ত্বের হিসাব অনুসারে গত দিনের চেয়ে ভারতে দৈনিক আক্রান্তের হার কমেছে প্রায় ৫ শতাংশ। মারণ ভাইরাসে একদিনে প্রাণ গিয়েছে ৭৩৮ জনের।

Advertisment

ভারতে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। কমছে সক্রিয় কোভিড রোগীর হারও। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। দেশে করোনার বলি হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

গত ২৪ ঘন্টায় দেশে টিকাকরণের হার ৩৪ কোটি ৪৬ লক্ষ। গতকাল নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৭৬ হাজার ৩৬ জনের।

আরও পড়ুন- Covaxin করোনা প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকর, জানালো Bharat Biotech

Advertisment

এরই মধ্যে কোভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে রিপোর্ট প্রকাশ করল টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। করোনা ভাইরাস প্রতিরোধে কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূল প্রয়োগের পর বিবৃতি দিয়ে এই তথ্য জানালো ভারত বায়োটেক। টিকা প্রস্ততকারী সংস্থার তথ্য অনুযায়ী তীব্র উপসর্গযুক্তদের শরীরে কোভ্যাকসিন ৯৩.৪ শতাংশ কার্যকরী। উপসর্গহীনদের ক্ষেত্রে এই হার ৬৩.৬ শতাংশ। করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন। প্রমাদ গুনছে দেশ। আশঙ্কা যে তৃতীয় তরঙ্গে করোনার অনুঘটক হতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধেও সক্ষম তাদের তৈরি কোভ্যাকসিন। এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে ৬৫.২ শতাংশ কার্যকরী।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গর্ভবতী মহিলারাও যেকোনও পর্যায়ে টিকা নিতে পারেন। এই সম্পর্কিত একটি গাইডলাইনও প্রকাশ করেছে কেন্দ্র।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Corona Vaccination Corona India Coronavirus Pandemic Corona Death
Advertisment