Corona India Updates 10 July 2021: বাড়লো উদ্বেগ, দেশে কোভিডে দৈনিক মৃত্যু ফের হাজার পার

Latest Covid figures India: যদিও, আগের দিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হার।

Latest Covid figures India: যদিও, আগের দিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হার।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 6,563 new cases 20 December 2021

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও কমছে না উদ্বেগ।

India Covid-19 Updates: ১০ দিনের মাথায় ফের দেশে কোভিডে দৈনিক মৃত্যুর হার হাজারের বেশি। যা অত্যন্ত উদ্বেগের বলে মত স্বাস্থ্যকর্তাদের। যদিও, আগের দিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪২ হাজার ৭৬৬ জন। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৫ হাজার ২৫৪ জন। শুক্রবার কোভিডে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের।

Advertisment

বর্তমানে দেশে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা এখনও ৪ লক্ষের বেশি। এখনও পর্যন্ত দেশে অ্যাকটিভ রোগীর হার ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। সুস্থতার হার প্রায় ৯৭ শতাংশ। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের।

Advertisment

নতুন আক্রান্তের নিরিখে গত ২৪ ঘণ্টায় শীর্ষে রয়েছে কেরালা। ওই রাজ্যে শুক্রবার ১৩ হাজার ৫৬৩ জন সংক্রমিত। পাশাপাশি, মহারাষ্ট্রেদৈনিক আক্রান্তের হার ৮ হাজার ৯৯২ জন। সংক্রমণ বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, আসামেও।

এখনও পর্যন্ত দেশে ৪২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Corona Vaccination Corona India Corona Death