/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/corona-4.jpg)
দেশজুড়ে গতকালের চেয়ে প্রায় ২০ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ।
India Covid Cases Updates: দেশের কোভিড গ্রাফে স্বস্তি। আবারও দৈনিক সংত্রমণের হার নামল ৪০ হাজারের নিচে। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। নিম্নমুখী অ্যাকটিভ রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন। কোভিডকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। রবিবার করোনায় প্রাণ গিয়েছে ৭২৪ জনের।
ইতিমধ্যেই ভারতে করোনার ডেল্টা, ডেল্টা প্লাস, বিটা, কাপ্পা প্রজাতীর সংক্রমণ ঘটেছে। তৃতীয় ঢেউ-ও আসন্ন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দেশের করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। সুস্থতার হার ৯৭.২২ শতাংশ। করোনার জেরে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জনের।
India reports 37,154 new #COVID19 cases, 39,649 recoveries, and 724 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 3,08,74,376
Total recoveries: 3,00,14,713
Active cases: 4,50,899
Death toll: 4,08,764
Total vaccinated:37,73,52,501 (12,35,287 in last 24 hrs) pic.twitter.com/33XCllf6yV— ANI (@ANI) July 12, 2021
আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে ভারতে শীর্ষ কেরালা ও মহারাষ্ট্র। তবে, শনিবারের তুলনায় এই দুই রাজ্যেই রবিবার দৈনিক আক্রান্তের হার কমেছে। কেরালায় গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২২০ জন ও মহারাষ্ট্রে ৮ হাজার ৫৩৫ জন।
এখনও পর্যন্ত দেশে টিকাকরণ (প্রথম ডোজ) হয়েছে ৩৭ কোটি ৭৩ লক্ষ ৫২ হাজার ৫০১ জনের।
করোনায় কাবু কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বহু কর্মী। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তসিএপিএফ-র প্রায় ৮৪ হাজার কর্মী। প্রাণ গিয়েছে ৩৩১ জন কর্মীর। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে দ্বিতীয় ঢেউ-এ আক্রান্তের পরিমাণ প্রায় ৩৫ শতাংশ। মোট মৃত্যুর প্রায় ৩৫ শতাংশই হয়েছেচলতি বছর মার্চের তৃতীয় সপ্তাহ থেকে। এই সময় দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন