বিগত কয়েকদিন ধরে ভারতে দৈনিক সংক্রমণে সংখ্যা ৯০ হাজার পেরিয়ে যাচ্ছিল। চিন্তা বাড়িয়েছল স্বাস্থ্য কর্তাদের। তবে গত ২৪ ঘন্টায় সেই সংখ্যাটা কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬,৯৬১ জন। গত কয়েক দিনের রেকর্ড বজায় রেখে এদিনও দৈনিক আক্রান্তের তুলনায় করোনাজয়ীর সংখ্যা বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৩,৩৫৬ জন। যা এখনও আশার আলো।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসখ্যান অনুসারে ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৪,৮৭,৫৮০ জন। করোনাজয়ী ৪৩,৯৬,৩৯৯ জন। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০,০৩,২৯৯। দেশে সুস্থতার হার ৮০.১২ শতাংশ।
করোনা সংক্রমণে গত ২৪ দেশে মৃত্যু হয়েছে ১,১৩০ জনের। সংক্রমণের জেরে মোট ভারতে মোট প্রাণ গিয়েছে ৮৭,৮৮২ জন মানুষের। ভারতে এখন করোনায় মৃত্যুহার ১.৬১ শতাংশ।
দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে দেশের মধ্যে প্রথম তিনটি রাজ্য হল মহারাষ্ট্র (১১,৮৮,০১৫), অন্ধ্রপ্রদেশ (৬,১৭,৭৭৬) ও তামিলনাড়ু ( ৫,৩৬,৪৭৭)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন