Advertisment

ছন্দপতন, দেশে দৈনিক করোনা আক্রান্তের তুলনায় কমল সুস্থতার হার

ভারতে করোনা মোট আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৯৫ হাজারেরও বেশি মানুষের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভাঙল গত কয়েকদিনের প্রবণতা। দৈনিক আক্রান্তের চেয়ে কমল সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২,১৭০ জন। আর সুস্থ হয়েছেন ৭৪,৮৯৩ জন। ভারতে করোনা মোট আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মোট করোনাজয়ীর সংখ্যা ৫০,১৬,৫২০ জন। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯,৬২,৬৪০ জন। ভারতে এখন সুস্থতার হার ৮২.৫৮ শতাংশ।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, দেশে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৫ হাজারেরও বেশি মানুষের। মোট মৃতের সংখ্যা ৯৫,৫৪২ জন। গত ২৪ ঘন্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ১,০৩৯ জনের। দেশে করোনায় মৃত্যুহার ১.৫৭ শতাংশ।

এখনও ভারতের করোনা আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তালিকায় তৃতীয় তামিলনাড়ু। এরপরই রয়েছে যথাক্রমে কর্নাটক ও উত্তরপ্রদেশ।

বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয়স্থানেই রয়েছে ভারত। তৃতীয় ব্রাজিল। করোনায় মৃত্যুর সংখ্যা বিচারে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona Coronacirus
Advertisment