Advertisment

করোনার এন্ডেমিক অর্থাৎ শেষের শুরু ভারতে! সম্ভাবনা উসকে দিলেন WHO-র বিজ্ঞানী

WHO on Corona Pandemic: তাঁর ভবিষ্যৎবাণী, ‘আগামি বছরের মধ্যেই অতিমারী পূর্ব জীবনে ফিরতে পারবে ভারত।‘

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,895 new cases 5 December 2021

ওমিক্রন আতঙ্ক চরমে উঠেছে দেশে। এই আবহে দেশের দৈনিক সংক্রমণ মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে।

WHO on Corona Pandemic: দেশজুড়ে যখন তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে, তখন ভারতের জন্য কিছুটা আশার বাণী হুয়ের গলায়। সম্ভাবনা উসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, ভারতে সম্ভবত করোনার এন্ডেমিক শুরু হয়েছে। এন্ডেমিক মানে শেষের শুরু। অর্থাৎ হুয়ের প্রধান বিজ্ঞানী বলেছেন ভারতে এই অতিমারীর শেষের শুরু সম্ভবত শুরু হয়ে গিয়েছে।

Advertisment

গবেষকদের মত, এন্ডেমিক মানে ভাইরাসের সঙ্গে জীবনযাপন। তাকে নিয়েই ঘর করা। সেই পর্যায়ের দিকেই ভারত এগোচ্ছে, এমনটাই মনে করেন সৌম্যা। খানিকটা স্বস্তি দিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা এন্ডেমিকের এমন পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যাবে। কিন্তু কয়েকমাস আগের মতো সংক্রমণের অতিমারী রূপ দেখা যাবে না।‘

তাঁর ভবিষ্যৎবাণী, ‘আগামি বছরের মধ্যেই অতিমারী পূর্ব জীবনে ফিরতে পারবে ভারত।‘ এমনকি, তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণ শঙ্কা বেশি। এই উদ্বেগ প্রসঙ্গে হুয়ের বিজ্ঞানীর পরামর্শ, ‘অতটা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।‘

তবে হুয়ের বিজ্ঞানী যাই বলুক, সতর্কতা থেকে পিছু হটছে না দেশ। সম্প্রতি কেন্দ্রীয় এক কমিটি সতর্ক করে রিপোর্টে বলেছে, দেশে এখন তৃতীয় ঢেউ চলছে। অক্টোবরে শিখর ছোঁবে এই ঢেউয়ের সংক্রমণ। তাদের আশঙ্কা যে গতিতে ভারতে টিকাকরণ চলছে, তাতে আগামি ঢেউগুলোতে দৈনিক ৬ লক্ষ পর্যন্ত সংক্রমণ হতে পারে দেশে।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Soumya Swaminathan WHO Pandemic Corona India Endemic
Advertisment