Advertisment

টিকা নয়, বরং কোভিড পরীক্ষা দেখেই বিশ্ব পর্যটনে ছাড়পত্র দেওয়া হোক: এস জয়শঙ্কর

World Tourism: রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পরে এক যৌথ সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
S Jaishankar, MEA

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

World Tourism amid Covid-19: দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ সামলে পর্যটনে ছাড় দেওয়া শুরু করেছে একাধিক দেশ। পাল্লা দিয়ে চলেছে গণটিকাকরণ। এই আবহে শুধু টিকা প্রাপকদেরই পর্যটক হিসেবে ঢুকতে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দ্বীপরাষ্ট্র। করোনা পরীক্ষার বদলে টিকার শংসাপত্র ব্যাগে নিয়েই ঘোরা যাচ্ছে বিদেশ। কিন্তু বিশ্ব পর্যটনের এহেন বিধিতে আপত্তি জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। এস জয়শঙ্কর বলেছেন, ‘টিকাকরণের ভিত্তিতে নয়, বরং করোনা পরীক্ষার রিপোর্ট দেখেই আন্তর্জাতিক পর্যটনে ছাড়পত্র দেওয়া উচিত।‘  রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পরে এক যৌথ সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

Advertisment

জয়শঙ্কর বলেন, ‘আন্তর্জাতিক বিমান ধরার আগে ও গন্তব্যে পৌঁছনোর পরে যাত্রীর কোভিড পরীক্ষাই যথেষ্ট। কিন্তু কিছু দেশ টিকাকরণের শংসাপত্রের বিষয় নিয়ে এসেছে। তাই আমাদের আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসতে হবে। আমরা যাতে কাউকে অবহেলা না করি। নাগরিকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি না করি। সে দিকে নজর রাখতে হবে।‘ জয়শঙ্করের মন্তব্যে সম্মতি জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। ল্যাভরভ বলেন, ‘করোনা টিকাকরণের শংসাপত্র ছাড়া কী ভাবে আন্তর্জাতিক পর্যটন সম্ভব? সেই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আমরা। আশা করছি একটা ইতিবাচক সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারব। অন্যান্য দেশের কাছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

কোভ্যাক্সিন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুমোদিত না হওয়ায় এই টিকা নিয়ে বিদেশে যাওয়া যাবে না। এমনটাই ভিসা নীতিতে স্পষ্ট করে দিয়েছে একাধিক দেশ। কিছুদিন আগে আবার কোভিশিল্ড টিকা নিয়ে ইউরোপের দেশগুলিতে যাওয়া যাবে না বলে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। সেই সমস্যার অবশ্য কিছুটা সমাধান হয়েছে। ইউরোপের নয়টি দেশ কোভিশিল্ড প্রাপকদের প্রবেশে ছাড়পত্র দিয়েছে। রুশের সঙ্গে হাত মিলিয়ে এবার বিদেশ যাত্রার জটিলতা দূর করতে উদ্যোগী হলেন ভারতের বিদেশমন্ত্রী।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

S Jayshankar Vaccination World Tourism Indo-Russia
Advertisment