হুহু করে ছড়াচ্ছে করোনা! ২৪ ঘন্টায় দ্বিগুণ আক্রান্ত, দিল্লি থেকে মুম্বই আতঙ্কের আবহ। দেশে আবারও ছড়িয়ে পড়েছে করোনা। দিল্লি থেকে মুম্বই দ্রুত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাদ নেই হিমাচলও। মহারাষ্ট্রে, মাত্র ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিমাচলের মাত্র ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪২ জন। কোভিডের সংখ্যা বাড়তে থাকায় সতর্ক স্বাস্থ্য দফতরও। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রে দ্বিগুণ আক্রান্ত
মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। মঙ্গলবার, মহারাষ্ট্রে কোভিড পজিটিভ হয়েছেন ১৫৫ জন। সোমবারের তুলনায় এটি ছিল দ্বিগুণ। সোমবার, রাজ্যে ৬১ টি কোভিড আক্রান্তের খবর মিলেছে। রাজ্যে দুই জন প্রাণ হারিয়েছেন করোনায়। এই নিয়ে মহারাষ্ট্রে করোনার কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১.৪৮ লক্ষে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনার ৮১,৩৮,৬৫৩ টি কেস রিপোর্ট করা হয়েছে। পুনেতে সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। পুনেতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ জন । যেখানে মুম্বইতে ৪৬ জন, নাসিকে ১৯জন, নাগপুরে ৮জন এবং কোলহাপুরে ৫জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
হিমাচলেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক রোগী। মঙ্গলবার ৭৮৭ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। দেশের কথা বললে, ক্রমাগত বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায়, করোনা আক্রান্ত হয়েছেন ৪০২ জন। অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯০৩।