বাংলায় দৈনিক সংক্রমণের বিদ্যুৎ গতি, তবুও স্বাস্থ্যবিধি শিকেয়

লাগামহীন সংক্রমণ বৃদ্ধির জন্য নাগরিকদের একাংশের ঢিলেঢালা আচরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

লাগামহীন সংক্রমণ বৃদ্ধির জন্য নাগরিকদের একাংশের ঢিলেঢালা আচরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, India Corona, west bengal

ভোটের আবহে বঙ্গবাসীর উদ্বেগ কয়েকগুণ বাড়ল।

ভোটের বাংলায় ফের ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ। একদিনে দু’হাজারের দোরগোড়ায় সংক্রমণ। মৃত্যু হয়েছে চারজনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত পাঁচশোরও বেশি। কলকাতা লাগোয়া হাওড়া, উত্তর ২৪ পরগনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। লাগামহীন সংক্রমণ বৃদ্ধির জন্য নাগরিকদের একাংশের ঢিলেঢালা আচরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্যের সর্বত্র কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে আরও বেশি জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisment

বাংলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৩৩ জন। এর মধ্যে ৫১৩ জনই শহর কলকাতার। একদিনে কলকাতায় করোনার বলি ২। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৩৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৫৯ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শনিবার সকার পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৮ হাজার ১৮৯। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৩১।

Advertisment

করোনার ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেই বৈঠকে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপের পরামর্শ দেয় কেন্দ্র। রাজ্য়গুকে কোভিড প্রোটোকল মেনে চলায় জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণ কর্মসূচির গতি বাড়াতে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব।

গোটা দেশেই করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে। সবচেয়ে খারপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেরাজ্যে প্রতিদিনই হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে নতুন করে লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সংক্রমণ এড়াতে রাজ্যবাসীকে আরও বেশি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal corona