নয়া গতিতে দেশে রোজই বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমিতের সংখ্যা ফের ২ লক্ষের গণ্ডি পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। সুস্থতার হার অনেরটাই কম। একদিনে দেশে সুস্থতার হার ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। এখনও পর্যন্ত যা দেশে সর্বোচ্চ।
এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন মোট ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ৭৪০। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯।
দেশে মোট টিকাকরণ হয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনের। এখনও পর্যন্ত নমুনা সংগ্রহের সংখ্যা ২৬ কোটি, ৪৯ লক্ষ ৭২ হাজার ২২। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ লক্ষ ৯৫ হাজার ৩৯৭।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন