Advertisment

ভাঙল সব রেকর্ড, ভারতে একদিনে করোনা আক্রান্ত ২ লক্ষ ৬১ হাজার

সুস্থতার হার ক্রমশ নিম্নমুখী। একইসঙ্গে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।

author-image
IE Bangla Web Desk
New Update
corona updates in india

দেশে প্রথমবার একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরল। সুস্থতার হার ক্রমশ নিম্নমুখী। একইসঙ্গে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও। রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। এই নিয়ে পর পর চারদিন দৈনিক সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ অকিক্রমণ করল। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

Advertisment

বর্তামে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জন। ভারতে অ্যারটিভ রোগী রয়েছেন ১৮ লক্ষ ১ হাজার ৩১৬ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ২৮ লক্ষ ৯ হাজার ৬৪৩ জন করোনাকে জয় করেছেন। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ১৫০। গত কয়েকদিনে মৃত্যুর হার ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

করোনার বিপুল সংক্রমণ রুখতে প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে টিকাকরণে জোর দেওয়ার কথা শনিবারই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষেধকের জোগানে ঘাটতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য। তবে, অভিযোগ কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। গত ২৪ ঘণ্টায় ২৬ লক্ষ ৮৪ হাজার ৯৪৯ জন ভারতবাসী টিকা গ্রহণ করেছেন। সার্বিক টিকাকরণের সংখ্যা ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ জন।

ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ ও সুস্থতার ব্যবধান বৃদ্ধিকে 'উদ্বেগজনক' বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন। তবে, 'এখনই দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি' বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবস্থা ঘোরাল হচ্ছে। শনিবারের পর রবিবার উত্তরপ্রদেশে ফের চিকিৎসক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus india-corona Corona India Lockdown
Advertisment