হু হু করে বাড়ছে সংক্রমণ। তৈরি হল নতুন রেকর্ড। ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ অতিক্রম করল। দুনিয়াজুড়ে এই প্রথম কোনও দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা এক দিনে চার লক্ষ ছাড়াল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকেক দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। দৈনিক সুস্থতার হার ২ লক্ষ ৯৯ হাজার ৯৯৮ জন। গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক সংক্রমণের হার ছিল সাড়ে তিন লক্ষ। এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। ফলে পরিসংখ্যানেই স্পষ্ট দেশে করোনাভাইরাস কিহারে ছড়াচ্ছে। ভারতে মোট সংক্রমিতের সংখ্য়া বেড়ে হল ১,৯১,৬৪,৯৬৯ জন। বর্তমানে দেশে মোট অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। মোট মৃত ২ লক্ষ ১১ হাজার ৮৫৩।
রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই রাজ্য়ে দৈনিক আক্রান্তে সংখ্যা ৬২,৯১৯ জন। এর পরেই রয়েছে কর্ণাটক। সেখানে দৈনিক আক্রমণের সংখ্যা ৪৮,২৯৬ জন। কেরলে ৩৭,১৯৯ জন। মহারাষ্ট্রের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮২৮ জনের, দিল্লিতে ৩৭৫ জনের, এবং উত্তরপ্রদেশে ৩৩২ জনের।
সংক্রমণের শৃখঙ্খল ভাঙতে ভারতে আগামী কয়েক সপ্তাহ ধরে পূর্ণ ও কঠোর লকডাউন অবিলম্বে জারি হওয়া উচিত বলে দ্য ইন্ডিয়া এক্সপ্রেসকে জানিয়েছেন হোয়াই হাউসের মেডিক্যাল উপদেষ্টা ডক্টর অ্যান্টনি এস ফাউসি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন