দৈনিক সংক্রমণের থেকে দেশে দৈনিক সুস্থতার সংখ্যা প্রায় ১৫ হাজার বেশি। যা অত্যন্ত আশাব্যাঞ্জক বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৪,৩৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৯,১৫৪ জন।
দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৫৩,৮০৬ জন। তবে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৬০ লক্ষের বেশি মানুষ। মোট করোনাজয়ীর সংখ্য়া ৬০,৭৭,৯৭৬। দেশে সুস্থতার হার ৮৬.১৭ শতাংশ। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বর্তমানে ভারতে ৮,৬৭,৪৯৬ জন সক্রিয় করোনা সংক্রমিত রোগী রয়েছেন।
গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমণে মৃত্যু হয়েছে ৯১৮ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১,০৮,৩৩৪ জন। মৃত্যুহার ১.৫৪ শতাংশ।
দেশে দৈনিক করোনা পরীক্ষার হার ১০,৭৮,৫৪৪।
আক্রান্ত ও মৃত্যুর বিচারে প্রথম থেকেই ভারতের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৫,০৬,০১৮। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৯,৭৩২ জনের। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক।
কোভিড পরিসংখ্যানের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। সংক্রমণে মৃত্যুর বিচারে আবার এই দুই রাষ্ট্রের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন