আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, মোট সংক্রমিত ৭১ লক্ষ ছাড়াল

দেশে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা প্রায় ৫ হাজার বেশি। শনিবার এই ব্যবধানের সংখ্যা ছিল ১৫ হাজার।

দেশে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা প্রায় ৫ হাজার বেশি। শনিবার এই ব্যবধানের সংখ্যা ছিল ১৫ হাজার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দৈনিক আক্রান্তের সংখ্যা ফের কমল। গত ২৪ ঘণ্টায় নতিন করে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬,৭৩২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭১,৫৫৯ জন। দেশে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা প্রায় ৫ হাজার বেশি। শনিবার এই ব্যবধানের সংখ্যা ছিল ১৫ হাজার।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭১,২০,৫৩৮ জন। সুস্ততার সংখ্যা ৬১,৪৯,৫৩৫ জন। দেশে এখন সুস্থতার হার ৮৬.৩৬ শতাংশ। বর্তমানে ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮,৬১,৮৫৩ জন।

গত ২৪ ঘন্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ৮১৬ জনের। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ১,০৯,১৫০ জন। মৃত্যুহার ১.৫৩ শতাংশ।

Advertisment

কমেছে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘন্টায় গত ২৪ ঘণ্টা ৯,৯৪,৮৫১ জনের কোভিড টেস্ট হয়েছে ভারতে।

আক্রান্ত ও মৃত্যুর নিরিখে ভারতের কোভিড পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরই তালিকায় রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু।

বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। মৃত্যুর বিচারে ভারত রয়েছে তৃতীয় স্থানে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus