দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার অনেকটাই কমল। গতকাল যা ছিল ৬৬ হাজারের গণ্ডিতে, গত ২৪ ঘন্টায় তা কমে হয়েছে ৫৫,৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৬০ জন। দৈনিক সুস্থতার হার বৃদ্ধির ফলে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৮,৩৮, ৭২৯।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৭১,৭৫,৮৮১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬২,২৭,২৯৬ জন। দেশের মোট আক্রান্তের ৮৬.৭৮ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।
কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সংক্রমণের জেরে প্রাণ গিয়েছে ৭০৬ জনের। মোট মৃত ১,০৯,৭২৯ জন। ভারতে মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
বেড়েছে দৈনিক মনুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৭৩ হাজার ১৪ জনের।
তবে, কেরালা, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, ওড়িশা ও মধ্যপ্রদেশে গত ১৩ সেপ্তেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে সংক্রমণ বৃদ্ধির হার স্বাস্থ্যমন্ত্রকের চিন্তা বাড়াচ্ছে। এখনও আক্রান্ত ও মৃত্যুর বিচারে দেশের মধ্যে এগিয়ে মহারাষ্ট্র।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন