দেশে কমল দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমিতের সংখ্য়া ৪৪,৮৭৯ জন। যা বৃহস্পতিবারের তুলনায় ৩ হাজার কম। দৈনিক সুস্থতার হার ৪৯,০৭৯ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। যা আশার আলো। সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৪,৫৪৭ জনে।
কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৭,২৮,৭৯৫ জন। করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৮১,১৫,৫৮০ জন। যা বিশ্বে নজির। ভারতে সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। মোট মৃত ১.২৮.৬৬৮ জন। মৃত্যু হার প্রায় ১.৪৭ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১১,৩৯,২৩০ জনের।
মোট আক্রান্তের নিরিখে ভারতে শীর্ষে মহারাষ্ট্র। তার পর রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গ।
ন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন