গত ২৪ ঘন্টায় সংক্রমিত সাড়ে ৪৪ হাজার, অ্যাকটিভ কেস নিম্নমুখী

দেশের করোনা সংক্রমণের গ্রাফে তেমন কোনও হেরফের লক্ষ্য করা গেল না।

দেশের করোনা সংক্রমণের গ্রাফে তেমন কোনও হেরফের লক্ষ্য করা গেল না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের করোনা সংক্রমণের গ্রাফে তেমন কোনও হেরফের লক্ষ্য করা গেল না। দীপাবলির সকালে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪,৬৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম। ওই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৯৯২ জন। ভারতে দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় সাড়ে ৩ হাজার।

Advertisment

ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭,৭৩,৪৭৯ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৮১,৬৩,৫৭২ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪,৮০,৭১৯ জন। সুস্থতার হার প্রায় ৯৭ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২০ জনের। মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১,২৯,১৮৮ জন। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। দেশে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।

Advertisment

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৯,২৯,৪৯১টি।

মোট আক্রান্তের নিরিখে ভারতে শীর্ষে মহারাষ্ট্র। তার পর রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus