দৈনিক আক্রান্তের হার সামান্য বাড়লেও দেশে ঊর্ধ্বমুখী সুস্থতার সংখ্যাও

ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮,২৬,৮৭৬। দেশে সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ।

ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮,২৬,৮৭৬। দেশে সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩,৫০৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সুস্থতার সংখ্যা ৭৪,৬৩২ জন। দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা ১১ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৪৫,০১৫ জনের কোভিড টেস্ট করা হয়েছে।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭২,৩৯,৩৮৯ জন। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩,০১,৯২৭ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮,২৬,৮৭৬। দেশে সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ।

সোমবারের তুলনায় মঙ্গলবার দৈনিক সংক্রমণের মতই বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় কোভিডে মারা গিয়েছেন ৭৩০ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৫৩ শতাংশ।

Advertisment

আক্রান্ত এবং সংক্রমণে মৃতের নিরিখে দেশের মধ্যের প্রথম থেকেই শীর্ষে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ এবং দিল্লি।

বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus