Advertisment

দৈনিক করোনা আক্রান্ত-মৃত্যুর সংখ্যার পতন, মোট পজিটিভ ৮৮ লক্ষের বেশি

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪১,১০০ জন। এই সময়কালে সুস্থ হয়েছেন ৪২,১৫৬ জন। নিক করোনা মৃত্যুর সংখ্যা ৪৪৭ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমল। কমেছে দৈনিক মত্যু হারও। রবিবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ভারতে দৈনিক করোনা সংক্রমিত হয়েছেন ৪১,১০০ জন। এই সময়কালে সুস্থ হয়েছেন ৪২,১৫৬ জন। তবে দৈনিক করোনাজয়ীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় সাড়ে পাঁচ হাজর কম। যদিও এই নিয়ে লাগাতার ৪৩দিন দেশে দৈনিক আক্রান্তের চেয়ে করোনায় সুস্থ হওয়ার সংখ্য়া বেশি।

Advertisment

ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড় হল ৮৮,১৪,১০০ জন। এ পর্যন্তে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৮২,০৫,৭২৮ জন। কমছে অ্যাকটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৭৯,২১৬। যা গতকালের তুলনায় ১,৫০৩ কম। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৩.০৯ শতাংশ।

দৈনিক করোনা মৃত্যুর সংখ্যা ৪৪৭ জন। এখনও অব্দি ভারতে করোনার বলি ১,২৯,৬৩৫ জন। মৃত্যু হার প্রায় ১.৪৭ শতাংশ।

আইসিএমআর-এর রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কম। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ৮,০৫,৫৮৯। মোট কোভিড পরীক্ষা হয়েছে ১২,৪৮,৩৬,৮১৯টি।

মোট আক্রান্তের নিরিখে ভারতে শীর্ষে মহারাষ্ট্র। তার পর রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona virus corona
Advertisment