ক্রমশ নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২,২১২ জন। ওই সময়কালে সুস্থ হয়ে উঠেছেন ৭০,৮১৬ জন। ভারতে দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বর্তমানে অনেকটাই বেশি। ফলে অনেকটাই কমেছে অ্যাকটিভ রোঘীর সংখ্যা। সেপ্টেম্বরে পর ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লাখের নীচে নেমেছে। এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭,৯৫,০৮৭।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৪,৩২,৬৮০। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৫,২৪,৫৯৫ জন। দেশে এখন সুস্থতার হার ৮৭.৭৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৩৭ জনের। দেশে মোট মৃত ১,১২,৯৯৮ জন। মৃত্যুহার ১.৫২ শতাংশ।
দেশে ৯,৯৯,০৯০ জনের কোভিড টেস্ট করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
ভারতে কোভিড সংক্রমণের প্রথম থেকেই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার বিচারে শীর্ষে মহারাষ্ট্র। তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ,কর্নাটক,তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।
কোভিড আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন