দেশে বাড়ল দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, পাল্লা দিচ্ছে সুস্থতার হারও

দৈনিক আক্রান্ত ও সুস্থতার মধ্যে ব্যবধান প্রায় সাড়ে সাড়ে সাত হাজারের বেশি।

দৈনিক আক্রান্ত ও সুস্থতার মধ্যে ব্যবধান প্রায় সাড়ে সাড়ে সাত হাজারের বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হলেন ৫৪,০৪৪ জন। ওই সময়কালে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১,৭৭৫ জন। দৈনিক আক্রান্ত ও সুস্থতার মধ্যে ব্যবধান প্রায় সাড়ে সাড়ে সাত হাজারের বেশি।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৬,৫১,১০৮ জন। করোনাজয়ীর সংখ্যা ৬৭,৯৫,১০৩ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দৈনিক অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৭,৪০,৯০ জন। শেষ ২৪ ঘন্টায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার কমেছে। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৮.৮১ শতাংশ।

গতকাল ভারতে করোনা আক্রান্ত হয়ে ৫৮৭ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা ১,১৫,৯১৪ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৫১ শতাংশ।

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০,৮৩,৬০৮ জনের।

Advertisment

আক্রান্তের নিরিখে দেশে তালিকার শীর্ষে মহারাষ্ট্রে (১৬,০৯,৫১৬ জন)। এরপরই রয়েছে, অন্ধ্রপ্রদেশ (৭,৮৯,৫৫৩ জন)। তিন নম্বরে রয়েছে কর্নাটক (৭,৭৬,৯০১ জন)।

করোনা আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে ভারত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus