দৈনিক করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার বৃদ্ধির ধারা অব্যাহত। করোনা আবহে যা আপাতত আশার সঞ্চার করছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮,৬০০ জন। অন্যদিকে ওই সময়কালে সংক্রমণ জয় করেছেন ৯২,০৪৩ জন। ভারতে এখন সুস্থতার হার ৮২.৪৬ শতাংশ।
বাড়তে বাড়তে দেশে করোনা সংক্রমিতের সংখ্য়া প্রায় ৬০ লক্ষে পৌঁছল। বর্তমানে ভারতে করোনা আক্রান্ত মোট ৫৯,৯২,৫৩২ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৯,৪১,৬২৭ জন। এ দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৫৬,৪০২ জন। দেশজুড়ে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে ৯,৮৭,৮৬১ করোনা পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,১২৪ জনের। মোট মৃতের সংখ্যা ৯৪,৫০৩। ভারতে সংক্রমণে মৃত্যু হার ১.৫৮ শতাংশ।
ভারতে সবচেয়ে করোনা প্রভাবিত রাজ্যগুলোর তালিকায় শুরুতেই রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ।
বিশ্বের কোভিড পরিসংখ্যানের প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন