গতদিনের তুলনায় শনিবার কেন্দ্র প্রকাশিত করোনা পরিসংখ্যানে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমল, বড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪১,৩২২ জন। একদিনে করোনাজয়ীর সংখ্যা ৪১,৪৫২ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়িয়েছে ৪,৫৪,৯৪০ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড় দাঁড়িয়েছে ৯৩,৫১,১১০ জন জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৮৭,৫৯,৯৬৯ জন। সুস্থতার হার প্রায় ৯৩.৬৮ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য কম। বর্তমানে দেশে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১,৩৬,২০০ জন। মৃত্যুর হার প্রায় ১.৪৬ শতাংশ।
করোনা আক্রান্তের পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্র। এরপরই রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি।
শীতের মরসুমের শুরুতেই দেশের করোনা সংক্রমণের পরিসংখ্যান চিন্তা বাডা়চ্ছিল স্বাস্থ্যমন্ত্রকের। দৈনিক সুস্থতার থেকে আক্রান্তের সংখ্যাটা প্রায় নিয়মিত হারে বেশি হচ্ছিল। যার ফলে প্রায় প্রতিদিনই কমবেশি বাড়ছিল অ্যাকটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা। শনিবার সেই ছবিটা সামান্য হলেও বদলাল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন